মো. শাহজাহান মিয়া ::
জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজার থেকে মুজিব মার্কেট হয়ে গোপরাপুর বাজার ও হলিকোণা কাজার পর্যন্ত রাস্তা নির্মাণকাজ ফেলে রেখে ঠিকাদার ‘উধাও’ হয়ে গেছে। এদিকে বেহাল দশার কারণে জনভোগান্তি চরমে পৌঁছেছে। প্রায় এক বছর ধরে এমন অবস্থা চলছে। তা দেখার যেন কেউ নেই। বৃষ্টিপাতে রাস্তায় থাকা গর্তে পানি জমে কাদামাটিতে পরিণত হয়েছে। উঁচু নিচু পিচ্ছিল রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন ও মানুষ চলাচল করছেন।
স্থানীয় মুজিব মার্কেট, গোপরাপুর ও হলিকোণা বাজারের ব্যবসায়ীরা জানান, রাস্তার বেহাল দশায় ব্যবসা-বাণিজ্য মন্দা হয়ে গেছে।
পথচারীরা জানান, রাস্তার করুণ দশার কারণে স্থানীয় স্কুল ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা বেশি বেকায়কায় পড়েছেন। পিচ্ছিল রাস্তার কাদামাটিতে পা ফসকে পড়ে অনেকে আহত হয়েছেন। তাই জনভোগান্তি লাঘবে দ্রুত এ রাস্তার মেরামত কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান ভুক্তভোগী স্থানীয় জনতা।
এ বিষয়ে জানতে চাইলে চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল বলেন, জনভোগান্তি লাঘবে দ্রুত রাস্তার কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বারবার তাগিদ দেয়া হচ্ছে।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, ঠিকাদারের অবহেলায় কাজ হচ্ছে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। এদিকে, চেষ্টা করেও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কারো মন্তব্য পাওয়া যায়নি।