স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ হেলথ ওয়াচের অনুপ্রেরণায় গঠিত সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের কর্মপরিকল্পনা সভা ও সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের শ্রীপুর কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে ও বেসরকারি সংস্থা ইরা ও হেলথ ওয়াচের সহযোগিতায় শ্রীপুর কমিউনিটি ক্লিনিকের মানোন্নয়নে কমিউনিটি ক্লিনিকে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি গোলাপজান বিবির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যাজেনার মো. মোরশেদ আলম, প্রোগ্রাম অফিসার আবু তৈয়ব, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগী ডা. লামিসা রহমান।
জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের ফোকাল পার্সন ফয়সল আহমদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যুব স¤পাদক মো. সেরুজ্জামান, সাবেক ইউপি সদস্য পারুল আক্তার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শিরিনা খাতুন, সিএইচসিপি নাছির উদ্দিন, কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনা কমিটির সদস্য ফজলুল হক প্রমুখ।
এদিকে, রোববার দুপুরে সুনামগঞ্জস্থ বেসরকারি সংস্থার ইরা’র প্রধান কার্যালয়ের সভা কক্ষে সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুব ফোরামের সমন্বয়কারী মো. ফারুক মিয়ার সভাপতিত্বে ও ফোকাল পার্সন ফয়সল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মো. মোরশেদ আলম, প্রোগ্রাম অফিসার আবু তৈয়ব, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহযোগী ডা. লামিসা রহমান, সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের যুব বিষয়ক স¤পাদক মো. সেরুজ্জামান, যুব ফোরামের যুগ্ম সমন্বয়কারী তাহমিনা আক্তার প্রমুখ।