1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৭:৫২ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ : বাঙালি সংস্কৃতিকে টিকিয়ে রাখার প্রত্যয়

  • আপডেট সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শহরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপ পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, পুলিশ সুপার মো. এহসান শাহ, জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তার প্রমুখ। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ষবরণ ১৪৩০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং নববর্ষ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে, বর্ণিল সাজে বাংলা নববর্ষ ১৪৩০-এর মঙ্গল শোভাযাত্রা ও সমাবেশ করে সুনামগঞ্জ উদীচী ও খেলাঘর আসর। শুক্রবার সকাল ১০ টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘সাম্য ও সম্প্রীতির বাংলায় সাম্প্রদায়িকতার ঠাঁই নাই’ ¯েøাগানকে ধারণ করে সমাবেশে বক্তারা বলেন, মঙ্গল শোভাযাত্রা আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য। এখন এটি ওয়ার্ল্ড মেমোরি অব হেরিটেজের অন্তর্ভুক্ত। ফলে এই সাংস্কৃতিক ঐতিহ্যটি আন্তর্জাতিক সম্প্রদায়ের। বিশ্বের প্রতিটি জনগোষ্ঠীর জন্য এটি অসাধারণ সম্পদ। সেটির রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ ও সকলের মাঝে ছড়িয়ে দেওয়া এখন সকলের সম্মিলিত দায়িত্ব। মৌলবাদী শক্তি বাঙালির এই ঐতিহ্যের উপর আঘাত হানতে চায়। সাম্প্রদায়িক গোষ্ঠী বিভিন্ন ছলছাতুরি করে মঙ্গল শোভাযাত্রা বন্ধ করতে চেয়েছে। অসাম্প্রদায়িক বাংলায় এটি কোনোভাবেই সম্ভব নয়। প্রয়োজনে রক্ত ঝরিয়ে হলেও বাংলা ও বাঙালি সংস্কৃতিকে টিকিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ খেলাঘর আসরের সভাপতি বিজন সেন রায়’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা উদীচীর সহ-সভাপতি রমেন্দ্র কুমার দে মিন্টু, সঞ্চিতা চৌধুরী, সুনামগঞ্জ সিপিবি’র সভাপতি অ্যাড. এনাম আহমেদ, জেলা উদীচী’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদ মনি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com