স্টাফ রিপোর্টার ::
পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্যদিয়ে উদযাপনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মহি উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, প্রবেশন অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন, ইসলামিক ফাউন্ডেশন জেলা শাখার উপ-পরিচালক মোশাররফ হোসেন, জেলা তথ্য অফিসার আব্দুছ সাত্তার, ডিএই অতিরিক্ত উপ-পরিচালক (শাখা) মো. শওকত ওসমান মজুমদার, কেন্দ্রীয় ঈদগাহ পরিচালনা কমিটির সাধারণ স¤পাদক নুরুর রব চৌধুরী, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মফিজুর রহমান, লক্ষণশ্রী (তেঘরিয়া) শাহী ঈদগাহের সভাপতি আব্দুল কাদির শান্তি মিয়া, আরপিননগর ঈদগাহের সাধারণ স¤পাদক মো. মফিজুল হক, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, ঈদের জামায়াতের পর দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পেশ করা হবে। বিশেষ করে সুনামগঞ্জের হাওরের ফসল নিরাপদে ঘরে তোলার জন্য মহান আল্লাহতা’লার কাছে দোয়া চাওয়া হবে। তিনি বলেন, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ঈদগাহে সকাল ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এই জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ঈদের দিন যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং পরিবেশ নিরাপদ ও সুন্দর থাকে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।