1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৪:২৯ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

১০ জুয়াড়ি ও ইয়াবাসহ একজন গ্রেপ্তার

  • আপডেট সময় শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টার ::
বিশেষ অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত গোপাল চন্দ্র তালুকদার উপজেলার রাঙ্গামাটি গ্রামের মৃত গোপেশ চন্দ্র তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে মধ্যনগর থানার এসআই সৈয়দ গোলাম সারোয়ার রাঙ্গামাটি গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় গ্রামের রাস্তা থেকে গোপাল চন্দ্র তালুকদারকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্-এর দিকনির্দেশনায় বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে জুয়া খেলার উপকরণসহ ১০ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে বিশ্বম্ভরপুর থানার এসআই আব্দুর রহমান উপজেলার শক্তিয়ারখলা মিজুল হকের মুদিদোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় শক্তিয়ারখলা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে রুয়েল মিয়া, আব্দুর রহিমের ছেলে আল্লাদ মিয়া, কিতাব আলীর ছেলে মুর্শিফুল ইসলাম ও কবির আহম্মদ, মৃত ওয়াজেদ মিয়ার ছেলে আমির উদ্দিন, আক্কাছ মিয়ার ছেলে নুরু আলম, নজরুল ইসলামের ছেলে সিজুল, আব্দুল ওয়াহিদের ছেলে হেলাল, ইলিয়াস মিয়ার ছেলে ফরিদ মিয়া ও রজব আলীর ছেলে রোকন উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে জুয়া খেলায় ব্যবহৃত ৭ প্যাকেট তাস, নগদ ২ হাজার ১৭০ টাকা উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com