শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জে হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বুধবার (৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার দেখার হাওরের বিভিন্ন ফসল রক্ষাবাঁধ পরিদর্শন করেন তারা। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নূরুল হুদা মুকুট ও জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক নোমান বখত পলিনের নেতৃত্বে বাঁধ পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা জিতেন্দ্র তালুকদার পিন্টু, হাজী আবুল কালাম, আসাদুজ্জামান সেন্টু, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সচিব ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক হাসনাত হোসেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক অমল কর, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ স¤পাদক মাসুক মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মাহবুব আলম, সাবেক ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পিআইসি ও ইউপি সদস্য মছকু মিয়া প্রমুখ।