ছাতক প্রতিনিধি ::
ছাতক উপজেলা যুবলীগের সহ-সভাপতি লায়েক মিয়া হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে উপজেলা সদরে এ মিছিল অনুষ্ঠিত হয়। পরে শহরের ম-লীভোগস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। এ সময় আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন ছাতক পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক আবুল কালাম চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা শামীম আহমদ চৌধুরী, ছাতক পৌরসভার কাউন্সিলর হাজী নাজিমুল হক, শফিকুল ইসলাম, ইরাজ মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা দেওয়ান আব্দুল খালিক পীর, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ। সমাবেশে হত্যাকা-ে প্রধান অভিযুক্ত আব্দুল কদ্দুছ শিবলু ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।