সাজ্জাদ হোসেন শাহ ::
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার-বাঁশতলা সড়কের মরাচেলা বালি নদীর ওপর নির্মিত সেতুর সংযোগ সড়ক না থাকায় উপজেলার লক্ষাধিক মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
এলজিইডি’র বাস্তবায়নে ২০২২ সালে প্রায় ৪ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে বাংলাবাজার-বাঁশতলা সড়কের মরাচেলা বালি নদীর ওপর ৭২ মিটার আরসিসি গার্ডার সেতুর নির্মাণ কাজ করা হয়। বাংলাবাজার-বাঁশতলা সড়কটি দিয়ে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা, চৌধুরীপাড়া, মৌলারপাড়, কলোনি, নতুন বাঁশতলা, পেকপাড়া, ঝুমগাঁও, কলাউড়া, ডালিয়া, কুশিউড়া, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাঁশতলা হকনগর শহীদ স্মৃতিসৌধ, হকনগর বাজার, চৌধুরীপাড়া বাজার, কলাউড়া মার্কেট, বাংলাবাজার, বড়খাল স্কুল এন্ড কলেজ, কলাউড়া ফাজিল মাদ্রাসা ও বোগলাবাজার ইউনিয়নের আলমখালী গ্রামের ছাত্রছাত্রীসহ লাখো মানুষ ও যানবাহন চলাচল করে থাকে। উপজেলা সদরে যাতায়াতের অন্যতম সড়ক এটি। সেতু নির্মাণের পর সেতুর দুই দিকে সংযোগ সড়ক বালু দিয়ে করা হয়েছে। ফলে সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় এ সড়ক দিয়ে চলাচলকারী জনসাধারণ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
সিএনজি চালক আনোয়ার হোসেন বলেন, সেতু থাকলেও আমাদের চলাচলে অনেক কষ্ট হয়। সেতুর দুই দিকে সংযোগ সড়ক বালি দিয়ে তৈরি করায় সামান্য বৃষ্টিতে সংযোগ সড়কের বালি নদীগর্ভে চলে গিয়ে গর্ত হয়। এতে সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে যাতায়াত করা খুবই কষ্টকর হয়ে পড়ে।
বাংলাবাজার ইউপি চেয়ারম্যান রোটারিয়ান শেখ আবুল হোছাইন বলেন, বাংলাবাজার-বাঁশতলা সড়কের জনগুরুত্বপূর্ণ এ সেতুর দুই দিকে সংযোগ সড়ক পাকাকরণ এখন সময়ের দাবি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দোয়ারাবাজার (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. মনছুরুল হক জানান, সংযোগ সড়ক পাকা করার লক্ষে মাপজোক করে
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন হলেই কাজ শুরু হবে।