স্টাফ রিপোর্টার ::
বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নিজাম উদ্দিনকে ‘সাধারণ ক্ষমা’ করেছে আওয়ামী লীগ। বুধবার (২৯ মার্চ) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত এক চিঠিতে ক্ষমা প্রদর্শনের বিষয়টি এ প্রতিবেদককে জানান নিজাম উদ্দিন নিজেই।
দলীয় সূত্রে জানাযায়, বিগত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার কারণে নিজাম উদ্দিনকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল। পরবর্তীতে তিনি সংগঠনবিরোধী কর্মকা-ের অভিযোগ স্বীকার করে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কোন কার্যকলাপে স¤পৃক্ত হবেন না মর্মে লিখিত অঙ্গীকার ব্যক্ত করেন। এর প্রেক্ষিতে দল তাকে ‘সাধারণ ক্ষমা’ করেছে।
এ ব্যাপারে প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৭ ডিসেম্বর ২০২২ তারিখ গণভবনে অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের গঠনতন্ত্রের ১৭(৬) এবং ৪৭(২) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট সাধারণ ক্ষমা প্রার্থনা করে আপনার প্রেরিত লিখিত আবেদন পর্যালোচনা এবং ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকা- ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিনকে ক্ষমা প্রদর্শন করা হল।
বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ক্ষমা প্রদর্শনের একটি চিঠি আমি পেয়েছি। আমি দলীয় প্রধান ও সাধারণ স¤পাদকসহ দলীয় শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বঙ্গবন্ধু কন্যা ডিজিটাল বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সর্বদা কাজ করে যাব।