স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে আকস্মিক বন্যার সতর্কীকরণ পদ্ধতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের হাওরাঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প (হিলিপ) ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে হাওরাঞ্চলের আবহাওয়া ও বর্ষণ-পূর্ব বন্যার বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু মহাশাখার প্রধান সাঈদ আহমদ চৌধুরী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ পরিষেবাগুলোর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন পানি উন্নয়ন বোর্ডের আগাম বন্যার সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী উদয় রায়হান।
হিলিপের জেলা সমন্বয়কারী মো. মিজানুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) শেখ মহি উদ্দিন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-১ মো. মামুন হাওলাদার, হিলিপের ডেপুটি ডিরেক্টর মো. আজিজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বিএম আব্দুল মান্নান, সুনামগঞ্জ কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, জেলা প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ প্রমুখ।