ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা সদরের জনতা মডেল উচ্চ বিদ্যালয় থেকে গত বছরে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ২৯জন ও ওই বিদ্যালয়টির বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ১২জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুপুরে জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীতেশ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর প্রমুখ।
অনুষ্ঠানে ৪১জন কৃীত শিক্ষার্থীর প্রত্যেককে একটি করে ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।