স্টাফ রিপোর্টার ::
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান চৌধুরী বলেছেন, খেলাধুলার কারণে সমাজে সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হয়। এখান থেকে আমরা যে শিক্ষা পাই সেটা যদি অন্যান্য ক্ষেত্রে নিয়ে যেতে পারি তাহলে সামাজিক উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। তাই খেলাধুলার গুরুত্ব অনেক বেশি। যে কারণে গ্রামীণফোন শুরু থেকে খেলাধুলা এবং তরুণ ও যুব সমাজের পাশে আছে, আগামীতেও থাকবে।
শনিবার বিকেলে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়ন চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটিপাড়া ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম চৌধুরী মিফতাহ, চৌধুরী মোহাম্মাদ নাসের সমী, সাবেক চেয়ারম্যান এহসান চৌধুরী, পাখি মিয়া চৌধুরী, আমজাদ চৌধুরী, হাজী আব্দুল জব্বার, ইকবাল চৌধুরী, মো. জুলহাস মিয়া প্রমুখ।
মধুরাপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত খেলায় ইউনিয়নের ৩ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে সমতা থাকায় ট্রাইব্রেকারে শিরোপা জিতে নেয় ৫ নম্বর ওয়ার্ড। স্থানীয় গনখাঁ ফাউন্ডেশনের পক্ষে খেলার আয়োজন করেন ফাউন্ডেশনের সদস্য মিজান চৌধুরী।