জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলী আছগর ইমন, মহিলা সম্পাদক কলি বেগম, সদস্য নিকেশ বৈদ্য, বাপন দত্ত প্রমুখ। এ সময় গ্রেটার মানচেস্টার আওয়ামী লীগের সভাপতি ছোরাবুর রহমান, বার্মিংহাম আ.লীগের নেতা মুহিত মুনির, প্রবীণ মুরব্বি মন্তেশ্বর আলী, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রুমেন আহমদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, আমি ছাত্র জীবন থেকে দীর্ঘ ৪৫ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতি করছি। আমার বিশ্বাস দল আমাকে মূল্যায়ন করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল আমাকে মনোনয়ন না দিলে নির্বাচনে আসবো না। প্রয়োজনে দল যাকে মনোনীত করবে আমি তার পক্ষে কাজ করবো।