জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট গ্রামে মাদ্রাসার ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুহতামিম শায়েখ মাওলানা আজিজুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসলম মিয়া খাইরুন্নেছা ট্রাস্টের উপদেষ্টা ও মাদ্রাসার দাতা যুক্তরাজ্য প্রবাসী আবু সাহেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান আবলুছ ও মাদ্রাসার দাতা দিলারা বেগম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাদ্রাসার দাতা ও প্রতিষ্ঠাতা জসিম উদ্দিন তালুকদার, মহসিন কবির, নয়াহালট গ্রামের মুরব্বি জহিরুল হক তালুকদার, আবু হানিফা, আরজ আলী, মাওলানা দিলোয়ার, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবু সাঈদ, মাওলানা মোশাহিদ প্রমুখ।