সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। ব্লগুলোয় তিনটি রিং বসানো হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালের সিসিইউ ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঢাকার ইউনাইডেট হাসপাতালে এনজিওগ্রাম করানোর পর সিলেট নগর পিতার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এ হাসপাতালেই অস্ত্রোপচার করানো হয়েছে তার।
বৃহ¯পতিবার (১৬ মার্চ) সকালে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক প্রফেসর ডাক্তার মমিনুজ্জামানের তত্ত্বাবধানে আরিফুল হকের এনজিওগ্রাম করা হয় এবং পরে হার্টে রিং স্থাপন করা হয়।
এর আগে গত বুধবার (১৫ মার্চ) উন্নত চিকিৎসার জন্য সিলেট মেয়রকে ঢাকায় নেওয়া হয়। শারীরিক পরীক্ষার পর বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডাক্তার মমিনুজ্জামানের তত্ত্বাবধানে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মো. জাহিদুল ইসলাম বলেন, মেয়র আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। সকাল ৯টায় এনজিওগ্রাম করানো হয় তার। হার্টে মেজর তিনটি ব্লক ধরা পড়ার পর চিকিৎসকরা সফলভাবে সেসব ব্লকে রিং স্থাপন করেন। মেয়র বর্তমানে সিসিইউ ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এর আগে গত ১৩ মার্চ সিলেটে প্রফেসর ডাক্তার শিশির বসাকের তত্ত্বাবধানে নগরের বেসরকারি হাসপাতাল মাউন্ট এডোরায় (নয়াসড়ক) চিকিৎসা নেন মেয়র আরিফুল হক চৌধুরী । ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ায় মেয়র আরিফুল হকের হার্টে একটি রিং পরানো হয়। হৃদরোগের সমস্যার পাশাপাশি তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যা রয়েছে। মেয়রের সুস্থতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।