স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর-হরিনাপাটী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের খেলার মাঠে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিকেলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল আলীম। সহকারী প্রধান শিক্ষক মো. ফারুক আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল বাতেন, রঙ্গারচর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই, কানাডা প্রবাসী মোহাম্মদ আবুল হায়াত মাসরুর ও লন্ডনপ্রবাসী মো. আব্দুল আজিজ।
অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।