জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে দুই ইউনিয়নের ইউপি সদস্য পদে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলার পাটলি ইউনিয়নের ২নং ওয়ার্ড ও আশারকান্দি ইউনিয়নের সংরক্ষিত ২নং ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পাটলি ইউনিয়নের ২নং ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য ছায়াদুর রহমান (ফুটবল) প্রতীকে ৪৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লায়েছ মিয়া (মোরগ) প্রতীকে ৩৬১ ভোট পান।
আশারকান্দি ইউনিয়নের সংরক্ষিত ২নং ওয়ার্ডে মরনী রাণী রায় (হেলিকপ্টার) প্রতীকে ৯৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাহমিদা বেগম (কলম) প্রতীকে ৭২৬ ভোট পান।
আশারকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ূব খান ও পাটলি ইউনিয়নের ২নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিজয়ী ছায়াদুর রহমান ও জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুদ্দিন ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, পাটলি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মোমিন ও আশারকান্দি ইউনিয়নের ২নং সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য আফিয়া খানমের মৃত্যু হলে এই পদ দুটি শূন্য হয়।