সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অ্যাথলেটিক্স ও গ্রামীণ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অ্যাথলেটিক্স ও গ্রামীণ প্রতিযোগিতা সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল মাঠে সম্পন্ন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আলআমিন ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডা. মো. তানজিল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সাফাত উল হক চৌধুরী।
উক্ত প্রতিযোগিতায় ১২০ জন ছাত্র/ছাত্রী অংশ নেয়। – সংবাদ বিজ্ঞপ্তি