1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১০:৩৩ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

হাওরে বাঁধের কাজ ৯৫ ভাগ শেষ : পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

 

স্টাফ রিপোর্টার ::

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, হাওরে ৯৫ ভাগ বাঁধের কাজ শেষ হয়েছে। সুনির্দিষ্ট ডেটলাইন দিয়ে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ শেষ করা সম্ভব নয়। হাওরের স্থায়ী বাঁধ বা নদীখননের প্রকল্প খুব ব্যয়বহুল। এসব প্রকল্প বাস্তবায়ন করতে অনেক সময় লাগে। বড় প্রকল্প বাস্তবায়ন করার আগে বিশেষজ্ঞ সমীক্ষার প্রয়োজন হয়। হাওরের টেকসই কাজে তড়িঘড়ি করা যাবে না।

বুধবার (১৫ মার্চ) সকালে দিরাই উপজেলার বরাম হাওরের তুফানখালী ফসলরক্ষা বাঁধ পরিদর্শন শেষে এসব কথা বলেন মন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, হাওরে পানি শুকানোর বিষয়টি প্রাকৃতিক। আমরা বললাম যে ১৫ তারিখ শুরু করে ৩০ তারিখ শেষ সম্ভব না। যেসব এলাকায় কাজের উপযোগী ছিল সেখানেই কাজ আগে করা হয়েছে। পানি সরে যাওয়ার পর পিআইসি গঠন হয়েছে। যেখানে পানি ছিল সেখানে কাজ পরে শুরু হয়েছে। তারপরও কাজের অগ্রগতি অন্যান্য সময়ের চেয়ে ভালো বলে জানান তিনি।

তিন বছর ধরে বৈশ্বিক মন্দা চলছে জানিয়ে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, বাংলাদেশ মন্দার বাইরে নয়। মন্দার মধ্যেও বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন দিচ্ছেন। হাওরের কাজ থেমে নেই, চলছে। এ জন্য একটু ধৈর্য্য ধরতে হবে। ভবিষ্যতে হাওরের উন্নয়নের জন্য ভালো প্রকল্প নেওয়া হবে। শিগগির হাওর এলাকার ১৯টি নদী খননের প্রকল্প নেওয়া হবে। সে জন্য কাজ চলছে। এটি বাস্তবায়িত হলে বাঁধ নিয়ে এত কথা হবে না।

এ সময় উপস্থিত ছিলেন- সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, পানিস¤পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মল্লিক সাঈদ মাহবুব, জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।

পরে প্রতিমন্ত্রী স্পিডবোটে চড়ে দিরাই ও শাল্লা উপজেলার টাংনির হাওর, জলডোবা, জয়পুর উদগলবিল হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেন।

উল্লেখ্য, চলতি বছর এক হাজার ৭২টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ২০৩ কোটি টাকা ব্যয়ে ৪৩টি হাওরে ৭৪৫ কিলোমিটার ডুবন্ত ফসল রক্ষা বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com