1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

৫ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান, ঔষধ বিতরণ 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

 

স্টাফ রিপোর্টার ::

৫ শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সুনামগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে জেলার ৫ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের মহাপরিচালক নুরুল হাসান ফরিদী।

এর আগে এক আলোচনা সভায় জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট মো. রকিবুল ইসলামের সভাপতিত্বে সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তোফায়েল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যেআনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের উপ মহাপরিচালক নুরুল হাসান ফরিদী বলেন, দেশের আইনশৃংখলা রক্ষায় আনছার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর ভূমিকা অপরিসীম। দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় আনসার বাহিনী সর্বাত্মকভাবে কাজ করে আসছে। তৃণমূল পর্যায়ে সেবা প্রদান করে ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি দেশ ও দশের কাজে সর্বদা প্রস্তুত থাকতে আনসার বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মানুষের সেবায় সবসময় এগিয়ে আসে। সারাদেশে মানুষের কল্যাণে ফ্রি মেডিকেল ক্যা¤প অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ সুনামগঞ্জ জেলা ফ্রি মেডিকেল ক্যা¤প হচ্ছে।

এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট আনসার ও ভিডিপি অফিসের ড. মামুন পারভেজসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com