স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি সালমা পারভীন।
সভার শুরুতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষে মেডিকেল অফিসার ডা. সঞ্জিত রঞ্জন তালুকদার।
সভায় বক্তব্য রাখেন লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ, কুরবাননগর ইউপি চেয়ারম্যান মো. আবুল বরকত, মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানন বন্ধু রায়, পরিবার পরিকল্পনা অফিসার রণেন্দ্র চক্রবর্তী, পরিমল চন্দ্র সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নুরুল আমিন, সিভিল সার্জন অফিসের প্রোগ্রাম অর্গানাইজার রিপন চন্দ্র শীল, সদর উপজেলা তথ্যকেন্দ্রের তথ্যসেবা কর্মকর্তা স¤পা রাণী দাস, বেসরকারি উন্নয়ন সংস্থা সূচনা’র টেকনিক্যাল অফিসার (নিউট্রেশন) এ কে শামীম আহমদ ও অ্যাডভোকেসি ম্যানেজার শাহিনুর হাসান।
সভায় আলোচ্য বিষয় ছিল জাতীয় পুষ্টি পরিকল্পনা, বহুখাতভিত্তিক বার্ষিক পুষ্টি পরিকল্পনা ও বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপ, উপজেলার সার্বিক পুষ্টি উন্নয়ন কর্মসূচি পরিকল্পনা গ্রহণ, জাতীয় পুষ্টি পরিষদ কর্তৃক অর্পিত দায়িত্ব আলোচনা, এএনসি, পিএনসি, প্রাতিষ্ঠানিক ডেলিভারি, কমিউনিটি ক্লিনিক সেবা, তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা, শিশুকে শালদুধ খাওয়ানো, ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ, শিশুর বাড়তি খাবার, পরিকল্পিত পরিবার, পরিষ্কার-পরিচ্ছন্নতা। সভায় শিক্ষক, চিকিৎসক, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন বিভাগের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।