স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঙ্গলকাটা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রব।
শিক্ষক আব্দুছ ছোবহানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রশিদ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল মোতালিব। বক্তব্য রাখেন মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মোকশেদ আলী ও কামাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মঙ্গলকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আকবর হোসেন, আবুল কাশেম আজাদ, মোহিত রঞ্জন দাশ, শেফালী বেগম, মো. উস্তার আলী, মো. মনিরুজ্জামান, আব্দুল বারী, আবু সায়েম, জাকির হোসেন, ওয়াশিম আহমেদ, নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ১০০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।