সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন ৭১-এর স্বাধীন বাংলার সুনামগঞ্জের শ্রমিক ঐক্য পরিষদ, রঙ্গারচর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
বুধবার জেলা পরিষদ প্রাঙ্গণে নূরুল হুদা মুকুটকে শুভেচ্ছা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. নুর ইসলাম, সহ-সভাপতি মো. আব্দুছ ছামাদ, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. বিরাই মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. হারুন রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনির উদ্দিন, ক্যাশিয়ার মো. উস্তার আলী, সদস্য সেলিম উদ্দিন, মো. সাহিদ আলী, মো. আলমগীর হোসেন, জয়নাল উদ্দিন, ইয়াছিন উদ্দিন, মো. কুয়াজ আলী, এখলাছ মিয়া, জালাল মিয়া, মো. রাহাত আলী, মো. আব্দুল সাহিদ, ফয়জুল মিয়া, মো. উস্তার আলী, মো. আনর মিয়া, কামাল উদ্দিন, মঈন উদ্দিন, মো. জমির আলী, ফখর উদ্দিন, আমির আলী প্রমুখ।
অপরদিকে, বুধবার সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত ৭১-এর স্বাধীন বাংলার সুনামগঞ্জের শ্রমিক ঐক্য পরিষদ, রঙ্গারচর ইউনিয়ন শাখার ৫৩ সদস্যের পুরুষ এবং ১৩৫ সদস্যের মহিলা কমিটির অনুমোদন করেন। শ্রমিক ঐক্য পরিষদ রঙ্গারচর ইউনিয়ন শাখার দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি নূরুল ইসলাম এবং সাধারণ স¤পাদক হাবিবুর রহমান। মহিলা কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি মস্তরা বেগম, সাধারণ স¤পাদক আয়েশা বেগম।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক স¤পাদক জিল্লুর রহমান সজিব, সুনামগঞ্জ সড়ক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী আলী হোসেন, বিনোদ ম-ল, ৭১-এর স্বাধীন বাংলা শ্রমিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির মহিলা স¤পাদিকা শেখ জনতা বেগম, সিনিয়র সদস্য নজরুল ইসলাম, সুরমা ইউনিয়ন শাখার সাধারণ স¤পাদক সাইফুদ্দিন, রঙ্গারচর ইউনিয়ন বনগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধার সন্তান সমুজ আলী, সাবেক ছাত্রলীগ নেতা আজিজুর রহমান আজিজ, রঙ্গারচর ২নং ওয়ার্ড কমিটি শাখার সহসভাপতি আব্দুল হান্নান, সাধারণ স¤পাদক আব্দুল হেকিম, সিনিয়র মোহাম্মদ শাজাহান মিয়া প্রমুখ। – সংবাদ বিজ্ঞপ্তি