ছাতক প্রতিনিধি ::
ছাতকে ব্র্যাকের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহায়তায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরের জামান চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব মোস্তফা, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রটারি সাকির আমিন, শিক্ষক প্রণব দাস মিঠু, সুমন ধর, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম।
সভায় উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আব্দুল আলিম, অর্থ স¤পাদক বিজয় রায়, সদস্য শাহ আক্তারুজ্জামান, মন্ডলীভোগ লাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম, ব্র্যাকের প্রোগ্রাম অফিসার এনামুল হক চৌধুরী, প্রোগ্রাম অর্গানাইজার জিয়াউর রহমান, তৃষ্ণা রানী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএলসি কামরুল ইসলাম প্রমুখ।