স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-সিলেট সড়কের হালুয়ারগাঁও এলাকায় ফের দুর্ঘটনা ঘটেছে। এর আগে মঙ্গলবার সকালে ওই এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হন।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে একটি যাত্রীবাহী বাস সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। বৃষ্টিতে কর্দমাক্ত পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে অন্তত ১৫ জন আহত হন। এসময় স্থানীয়দের সহযোগিতা যাত্রীদের উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী সাংবাদিক ফুয়াদ মনি বলেন, সিলেট থেকে একটি যাত্রীবাহি বাস সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। হালুয়ারগাঁও এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তিনি জানান, সড়ক দিয়ে হাওর থেকে মাটি আনা হয়। এই মাটি রাস্তায় পড়ে। বৃষ্টি হওয়ায় রাস্তাটি পিচ্ছিল হয়ে যাওয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনায় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক পাঠিয়েছি। গুরুতর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।