1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১০:১৮ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

শিক্ষার্থীদের জ্ঞাননির্ভর বিবেকবান মানুষ হিসেবে গড়ে তোলতে হবে : এমপি মিসবাহ

  • আপডেট সময় বুধবার, ১৫ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি ও বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। তিনি বলেন, সুনামগঞ্জের হাওর অঞ্চলে অতি পুরাতন সুনামগঞ্জ সরকারি কলেজ। এই কলেজে আমিও লেখাপড়া করেছি। এই কলেজে আসতে মন চায়। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার পর এখন স্মার্ট বাংলাদেশ গড়ে তোলতে ঘোষণা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রত্যেক শিক্ষার্থীকে মানসম্মত লেখাপড়ায় এগিয়ে নিতে হবে। নিজেকে জ্ঞাননির্ভর বিবেকবান মানুষ হিসাবে গড়ে তোলতে হবে। সুশিক্ষা অর্জনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব।
তিনি বলেন, আজকের তথ্যপ্রযুক্তি ব্যবহারে দুইটি দিক রয়েছে। একটি আলোর পথ, অপরটি অন্ধকারের পথ। আলোর পথের অগ্রযাত্রায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জ্ঞান অর্জন করলে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সকল মানুষকে তথ্যপ্রযুক্তিতে অন্ধকার পথে না এগিয়ে আলোর পথে এগিয়ে আসার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, আমার সুনামগঞ্জ-৪ আসন এলাকায় ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠান ভবন নির্মাণ করে দেয়া হয়েছে। আমি এই সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্র হোস্টেলের ভবন নির্মাণ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি নূরুল হুদা মুকুট। তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হতে হবে। বাঙালি জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলতে স্মার্ট মানুষ গড়ে উঠতে হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের মাধ্যমে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ায় আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। পরে তিনি কলেজের উন্নয়নের জন্য ১০ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, এই কলেজের আমি ছাত্র। আজ এই কলেজের অনেক শিক্ষার্থী দেশের উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত হয়েছেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের সকলে ভাল লেখাপড়ায় মনোনিবেশ করে উচ্চপর্যায়ে অধিষ্ঠিত হও।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজে শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক সহযোগী অধ্যাপক আবুল কাশেম আজাদ, জেলা ছাত্রলীগ সভাপতি দীপংকর কান্তি দে। অনুষ্ঠান শুরুতে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন শেখ তাবাসসুম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম। তিনি সকল অতিথি, শিক্ষার্থী অভিভাবক ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের সকলে ইতিবাচক হতে হবে। আমরা শুধু নেতিবাচক ভাবলে হবে না। ইতিবাচক ভাবনা থাকলে আমরা শিক্ষায় এগিয়ে যেতে পারবো। তিনি বলেন, শিক্ষার্থীদের অবশ্যই সৎ হতে হবে। শিক্ষার্থীকে সঠিক তথ্য জানতে হবে। তিনি বলেন, কলেজের উন্নয়নে ছাত্র নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা ছিল।
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মো. নুর উদ্দিন এবং গীতা থেকে পাঠ করেন জয় কান্তি দাস।
অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষার্থী তাজকিরা হক তাজিন ও মাশাফি জয়।
অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা প্রদান করেন কলেজ কর্তৃপক্ষ। পরে কলেজের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া ও বার্ষিক বহিঃ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com