স্টাফ রিপোর্টার ::
পণাতীর্থ গঙ্গাস্নান ও হযরত শাহ আরেফিন (রহ.)-এর ওরস মোবারক উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভাপতি করুণাসিন্ধু চৌধুরী বাবুল বলেন, আগামী ১৯ মার্চ রবিবার হতে ২১ মার্চ মঙ্গলবার পর্যন্ত তাহিরপুর উপজেলায় হযরত শাহ আরেফিন (রহ.) ওরস মোবারক ও পণাতীর্থ গঙ্গাস্নান বারুণী মেলা অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জের এই ধর্মীয় উৎসব নির্বিঘেœ উদযাপনের লক্ষে প্রশাসনসহ উৎসব পরিচালনা কমিটির পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সুনামগঞ্জ আব্দুজ জহুর সেতু থেকে বিশ্বম্ভরপুর উপজেলার কারেন্টের বাজার, ধনপুর বাজার, আনন্দ বাজার, পণাতীর্থ, জাঙ্গালহাটি, ঢালারপাড় মেলায় প্রবেশের রাস্তা। আর লাউড়েরগড় তিনমুখী সড়ক থেকে স্বরূপগঞ্জ বাজার, মাছিমপুর বাজার, চিনাকান্দি বাজার, মথুরকান্দি বাজার, বাঘবের বাজার, চালবন পয়েন্ট মেলা থেকে বের হওয়ার রাস্তা।
এদিকে আব্দুজ জহুর সেতু হতে জনপ্রতি মোটরসাইকেল ভাড়া আড়াইশ, পলাশ বাজার হতে দুইশ এবং আব্দুজ জহুর সেতু হতে জনপ্রতি লেগুনা ভাড়া ১৭০, পলাশ বাজার হতে ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও মেডিকেল টিম, ফায়ার সার্ভিস, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হযরত শাহ আরেফিন (রহ.) মোকাম পরিচালনা কমিটির সহ-সভাপতি ও ৫ নং বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, সাধারণ স¤পাদক সাংবাদিক আলম সাব্বির, ইস্কন মন্দির গড়কাটি পরিচালক রাজশ্যাম গোপাল দাস, সৎসঙ্গ মন্দির গড়কাটি পরিচালক এনসি রায়, শিক্ষাবিদ যোগেশ্বর দাশ, অজয় কান্তি দুলন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক সুনামগঞ্জের খবরের স¤পাদক পঙ্কজ কান্তি দে প্রমুখ।