স্টাফ রিপোর্টার ::
অসহায় ও দুঃস্থ ১২৭ জনের মধ্যে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করেছে জেলা সমাজকল্যাণ কমিটি। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক নুরুর রব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ স¤পাদক হায়দার চৌধুরী লিটন, জেলা পরিষদ সদস্য ফৌজিআরা বেগম শাম্মী, পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান সবাইকে নিজের হাতে সাহায্য করতে। কিন্তু তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে থাকায় আপনাদের চেকগুলো আমরা তুলে দিচ্ছি। কিন্তু যা টাকা দিচ্ছেন সব প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন সবসময়। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন।
তিনি আরও বলেন, এই টাকাগুলো আপনাদের চিকিৎসায় ব্যয় হবে কিন্তু আমরা চাইলেই রোগ প্রতিরোধের ব্যবস্থা করতে পারবেন। বাড়ির আঙিনা যেটুকু জায়গা আছে সেখানে শাক সবজি লাগাবেন। এগুলোতে অনেক ভিটামিন ও পুষ্টি আছে। তাই অল্প হলেও চেষ্টা করবেন এগুলো করার।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায় জানান, সুনামগঞ্জের ১২টি উপজেলার ১২৭ জন অসহায় ও দুঃস্থদের মধ্যে ৩ লক্ষ ৪৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।