বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের সহায়তায় ও সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের ব্যবস্থাপনায় গত ৭ মার্চ ও ৯ মার্চ দুই দিনব্যাপী দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন ও দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ২০২২ সালের বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত ৬০০টি পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে পরিবারগুলোর মাঝে ল্যাট্রিন তৈরির জন্য ১০,০০০ টাকা হারে নগদ অর্থ, হাইজিং পার্সেল, শেল্টার টুল কীটস ও ডিগনিটি কীটস বিতরণ করা হয়। উল্লেখ্য যে, ইতিপূর্বে উক্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে গৃহ মেরামতের জন্য ৩০ পিস টিন ও ২০,০০০ টাকা এবং ল্যাট্রিন নির্মাণের জন্য ৯ পিস টিন প্রদান করা হয়েছিল।
উক্ত বিতরণ কার্যে উপস্থিত ছিলেন দোহালিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামিমুল ইসলাম, সমাজকর্মী রুহুল আমিন, ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, ডিজাস্টার রেসপন্স বিভাগের সহকারী পরিচালক সাজিদ আহমদ, যুব প্রধান ফারজানা আক্তার ঝর্ণা, এনডিআরটি সদস্য তারেক দেওয়ান, মো. মাহফুজুল হক মিলন, আজীবন সদস্য সেরুজ্জামান সেরু, উপযুবপ্রধান-২ প্রিয়াস শ্যাম প্রিতম, যুব সদস্য শাহজাহান আলম সিদ্দিকী, মাছুম আহমদ, রাসেল, নাহিদ, স্বর্ণা, বন্যা, প্রিয়া, সায়েম, সিহাব, তমাল ও সুনামগঞ্জ পোস্ট অফিস প্রতিনিধি। – সংবাদ বিজ্ঞপ্তি