দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে মেয়রকাপ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে দিরাই উচ্চ বিদ্যালয় মাঠে দিরাই ¯েপার্টিং ক্লাব ও চন্ডিপুর স্মৃতি রয়েলস ক্লাবের মধ্যে ফাইনাল খেলায় চন্ডিপুর স্মৃতি রয়েলস ক্লাব জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি ছিলেন দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাবেক সহ-সভাপতি সিরাজ উদ দৌলা, সাংগঠনিক স¤পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সাধারণ স¤পাদক জিয়াউর রহমান লিটন, দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের সহ-সভাপতি টিপু চৌধুরী, সাধারণ স¤পাদক রয়েল মিয়া।