স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জেলা ক্ষৌরকার সংঘের সদস্য নিবন্ধন কার্যক্রম উদ্বোধন হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ পৌরসভার হলরুমে কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র নাদের বখত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, সাবেক পৌর কমিশনার মতি লাল চন্দ, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ প্রমুখ।
সংগঠনের সভাপতি অনন্ত চন্দ নিতাইয়ের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক দ্বিজময় চন্দের পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, সদস্য নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত। সদস্য নিবন্ধন ফি ১২০ টাকা। এ ব্যাপারে শহরের মোক্তারপাড়া হাজী আব্দুল মজিদ মার্কেটের অস্থায়ী কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।