স্টাফ রিপোর্টার ::
সুসক-৯৪ ক্লাবের (সুনামগঞ্জ সরকারি কলেজ- ব্যাচ ৯৪) কার্যালয় উদ্বোধন করেছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। শুক্রবার বিকেলে শহরের হোসেন বখত চত্বর এলাকার পৌর মিনি মার্কেটের ৩য় তলায় অবস্থিত এ ক্লাবের কার্যালয় উদ্বোধন করেন তিনি।
সুসক-৯৪ এর সভাপতি আমানুল হক রাসেলের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক শহীদুল ইসলামের উপস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গৌরাঙ্গ চক্রবর্তী, যুক্তরাজ্য প্রবাসী সুসক-৯৪ ক্লাবের সদস্য মাজহারুল ইসলাম জাহেদ প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন সুসক-৯৪ ক্লাবের ক্রীড়া স¤পাদক ও সুনামগঞ্জ প্রেসক্লাবে যুগ্ম সাধারণ স¤পাদক সিরাজুল ইসলাম শ্যামল, একই ব্যাচের প্রণব চক্রবর্তী, রকিব তালুকদার, শাহীনুর রহমান, মাসুদ আহমেদ, সুভাষ চন্দ্র দাস, নজরুল ইসলাম, আব্দুস শহীদ, অ্যাড. হুমায়ুন কবির, মজনু মিয়া, মুজাহিদুল ইসলাম মজনু, তাহেরা মনি, নাজনীন নিপা, সীমা রায়, উসমান গণি উত্তম, শম্ভু রায়, মুজাহিদ আলম, মাসুদ আহমেদ, এটিএম শাহীন রেজা, আবু তালেব, বাহাঊদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, সামাজিক-সাংস্কৃতিক, মানবিক কর্মকা-সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রাখার লক্ষ্যে এই ক্লাবটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।