জামালগঞ্জ প্রতিনিধি ::
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ও প্রযুক্তিবান্ধব সরকার। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে কা-ারী হিসেবে তোমাদের দায়িত্ব নিতে হবে। তোমরা স্বপ্ন দেখ, বড় হও স্বপ্ন দেখে। আগামীর বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে। তোমাদেরকে আত্মপ্রত্যয়ী হতে হবে। রাষ্ট্র ও সমাজ তোমাদের কাছে অনেক কিছু চায়। মোবাইলে শুধু ফেসবুক নয়, শিক্ষার প্রসারে গুগল ব্যবহার করো। তোমরা নিজেকে তোমাদের মতো করে গড়ে তুলো।
তিনি শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি আনন্দ-বিনোদন ছড়িয়ে দিতে হবে। আনন্দ ছাড়া কোন কাজেই সফলতা আসে না। শিক্ষার্থীদের গুণমত মান বৃদ্ধির জন্য আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নতুন নতুন কৌশল বের শিক্ষার্থীদের উৎসাহিত করে সফলতার আলো দেখাতে হবে।
শনিবার সকালে জামালগঞ্জ সরকারি কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জামালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বীন বারী’র সভাপতিত্বে ও প্রভাষক সুজিত দে’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর কবির আহমদ, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্জেম হুসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা মোদক, সহকারী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম, বীর মুক্তিযুদ্ধা আব্দুল হক।
সভায় কোরআন তেলাওয়াত করেন প্রভাষক মোশারফ হোসেন এবং গীতা পাঠ করেন প্রভাষক মনোব্রত চক্রবর্তী। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।