1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৯:৪০ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

পীর হাবিবুর রহমান ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন

  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার ::
দেশবরেণ্য সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমান ভলিবল প্রতিযোগিতা-২০২৩ সম্পন্ন হয়েছে। শুক্রবার বৃহত্তর মাইজবাড়ি এলাকাবাসী প্রখ্যাত এ সাংবাদিকের স্মরণে প্রতিযোগিতার আয়োজন করে। যুব উন্নয়ন সংলগ্ন মাঠে সকাল থেকে রাত ১১টা পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। দিনভর খেলা শেষে ফাইনালে মুখোমুখি হয় মাইজবাড়ি ভলিবল টিম ও কাটাখালি ভলিবল টিম। খেলায় কাটাখালি ভলিবল টিমকে ২-০ সেটে হারিয়ে দাপুটে জয় তুলে নেয় মাইজবাড়ি ভলিবল টিম।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেনের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী আফজল নূর আফজালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন মনির, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহানুর আলম প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মিসবাহ বলেন, পীর হাবিবুর রহমান এই মাইজবাড়ি গ্রামেই জন্মগ্রহণ করেছেন। মাইজবাড়ির মাটিতেই তিনি এখন চিরনিদ্রায় শায়িত রয়েছেন। তিনি জীবিত থাকাবস্থায় তাঁর কর্মের মাধ্যমে সারাদেশসহ বহির্বিশ্বে যে সুনাম ও খ্যাতি অর্জন করেছেন তার জন্য আমরা মাইজবাড়ির মানুষ আজ গর্ববোধ করতে পারি। আমরা গর্ব করে বলতে পারি পীর হাবিবুর রহমান আমাদের গ্রামের সন্তান। এই মহান মানুষটির স্মরণে মাইজবাড়িবাসী আজ যে আয়োজনটা করেছে তা সত্যিই প্রশংসনীয়। তিনি আরো বলেন, এক সময় সারা জেলায় ভলিবল খেলায় মাইজবাড়ি গ্রামের যে দাপট ও সুনাম ছিল আজ আর সেটা নেই। তাই তরুণদের মাধ্যমে আবারো সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য যা যা করার প্রয়োজন তিনি তা করবেন বলে আশ্বাস প্রদান করেন। সেই সাথে বন্ধ থাকা ১ম বিভাগ ভলিবল লীগ আবারো মাঠে ফেরানোর উদ্যোগ নিবেন বলে জানান।
আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। খেলায় ১ম পুরস্কার ছিল একটি মোটরসাইকেল ও দ্বিতীয় পুরস্কার একটি ৩২ ইঞ্চি রঙিন টেলিভিশন।
দিনব্যাপি প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ভলিবল বিভাগের সাধারণ সম্পাদক সারাজ উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com