স্টাফ রিপোর্টার ::
দিরাই পৌর শহরে অবস্থিত নলেজ হোম প্রি ক্যাডেট একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ স¤পন্ন হয়েছে। শনিবার বেলা ১১ টায় একাডেমি প্রাঙ্গণে পুরস্কার বিতরণপূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী।
একাডেমি পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক রাফিয়া বেগম ও সুফিয়া আক্তার ইমা এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর নজরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য রায়হান মিয়া, দিরাই প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জিয়াউর রহমান লিটন, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোসাহিদ আহমদ, প্রধান শিক্ষক প্রীতি রানী দাস।
বক্তব্য রাখেন- অভিভাবক মুকুল চৌধুরী, রাসেল চৌধুরীসহ অনেকে। সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।