ছাতক প্রতিনিধি ::
ছাতক পৌরসভার বাঁশখালা ও কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামবাসীর মধ্যের সংঘর্ষের ঘটনায় ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার থানায় এ মামলা দায়ের করা হয়। গত বুধবার রাতে দু;গ্রামবাসীর সংঘর্ষে সাইফুল আলম নামের এক ব্যক্তি নিহত হন। তিনি হরিষপুর-মুক্তিরগাঁও গ্রামের মৃত চমক আলীর পুত্র ।
ঘটনার ৩ দিন পর নিহতের চাচা, কালারুকা ইউনিয়নের হরিষপুর গ্রামের মৃত আছদ্দর আলীর পুত্র ফারুক আলী বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০/১৫০ জনের বিরুদ্ধে ছাতক থানায় (নং ০২/৪১ (০৩) ২৩ ইং) মামলাটি দায়ের করেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই মোশাররফ হোসেন জানান, ঘটনার রাতে ১৯ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিরা পলাতক। আসামিদেরকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মামলায় প্রধান আসামি করা হয়েছে বাঁশখালা গ্রামের মবু মিয়ার পুত্র, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সামছু মিয়াকে। ঘটনার রাতে পুলিশের হাতে আটক ১৯ জন সহ মোট ৫২ জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে।
এদিকে ঘটনার পর থেকেই বাঁশখালা গ্রামের পুরুষরা পালিয়ে গেছেন। এর আগে বুধবার রাতে ঘটনার পর পুলিশ বাঁশখালা এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে।
ছাতক রেঞ্জের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক বলেন, হত্যা ও মারামারির ঘটনা নিয়ে এলাকায় যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এ ব্যাপারে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে। আসামিদেরকে দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।