1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০:৩৩ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

কবিতা হচ্ছে সমাজ বদলের হাতিয়ার : এমপি মানিক

  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, কবিতা হচ্ছে সমাজ বদলের হাতিয়ার। সুস্থধারার লেখনীর মাধ্যমে কবিরা সমাজের অসঙ্গতি তুলে ধরেন। শব্দ ও ভাষায় কবিগণ আত্মনিয়োগ করেন। সমষ্টিগত সামাজিক, দেশীয় ও বৈশ্বিক বিষয়াদি কবিতায় এড়ানো যায় না। স্বতঃস্ফূর্তভাবেই চলে আসে কবিতায়। রাষ্ট্রীয় ও সামাজিক অনুষঙ্গগুলোর বাস্তব ক্রিয়া-প্রক্রিয়া খেলা করে কবির মানসজগতে। কবিকে করে আত্ম ও সত্যানুসন্ধানি। এর প্রভাব যখন পড়ে কবিতায় তখনই কবিতা হয়ে উঠে প্রাসঙ্গিক, কবিতা হয় কালোত্তীর্ণ। তেমনি ছোট কাগজ ভাস্কর আমাদেরকে উজ্জীবিত করে। বিগত ৩৩ বছর ধরে লিটল ম্যাগাজিন ভাস্কর আমাদের কবিতাঙ্গনকে উজ্জীবিত করে রেখেছে। আজকের এই আন্তর্জাতিক সাহিত্য উৎসব দুই বাংলার মিলনমেলায় পরিণত হয়েছে।
তিনি শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় সিলেট নগরীর জেলা পরিষদ মিলনায়তনে লিটল ম্যাগাজিন ‘ভাস্কর’ এর ৩৩ বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক সাহিত্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথাগুলো বলেন। তিনি লিটল ম্যাগাজিন ভাস্করের স¤পাদক পুলিন রায় সহ সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
লিটল ম্যাগাজিন ভাস্করের স¤পাদক পুলিন রায়-এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য কবি, লেখক আসাদ মান্নান, বিশিষ্ট গবেষক প্রফেসর নৃপেন্দ্রলাল দাস, শিক্ষাবিদ প্রশান্ত কুমার সাহা, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, কলকাতা সাংস্কৃতিক খবরের স¤পাদক কবি কাজল চক্রবর্তী, কলকাতা কবিতা ক্যা¤পাসের স¤পাদক কবি অলক বিশ্বাস, কলকাতা সমান্তরাল ভাবনা এর স¤পাদক কবি পার্থ আচার্য্য, ঢাকা লোক এর স¤পাদক কবি অনিকেত শামীম, ভারতের ত্রিপুরার ¯্রােত স¤পাদক কবি গোবিন্দ ধর।
ভাস্করের স¤পাদনা সহযোগী মো. নিয়াজ উদ্দিন ও সঞ্জয় কুমার নাথের যৌথ সঞ্চালনায় দিন ব্যাপী আন্তর্জাতিক সাহিত্য উৎসবের বিভিন্ন পর্বে দুই বাংলার অর্ধশতাধিক কবি আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন।
দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য উৎসবে ‘ভাস্করের ৩৩ বছর : ছোট কাগজের সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’, ‘বাংলা কবিতায় লোক ঐতিহ্য’ শীর্ষক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। – সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com