স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের হটামারা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমেদ। তিনি বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে হটামারা গ্রাম পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১০ হাজার টাকা করে বিতরণ করেন। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে শাড়ি, লুঙ্গি, গামছা তুলে দেন।
এই সহায়তা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। এ সময় জেলা শ্রমিক লীগ সভাপতি সেলিম আহমেদ তাদের সান্ত¦না দিয়ে বলেন, আপনারা হতাশ হবেন না। আমি সব সময় আপনাদের পাশে আছি, থাকবো। তিনি আরও বলেন, আপনারা আমার আত্মার আত্মীয়। জনগণের এতটুকু উপকার করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি। আমি কোনো সাহেব নই, আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই।
সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সেলিম আহমেদ ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, আপনাদের এখানে থেমে থাকলে চলবে না। আমাদের প্রত্যেকের জীবনেই দুর্যোগ-দুর্বিপাক আসে। এসব মোকাবেলা করেই আমাদের ঘুরে দাঁড়াতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে আপনারা আমাকে পাশে পাবেন।
অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত আমিন মিয়া বলেন, অগ্নিকা-ের পর তাদের পরনের কাপড় ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। ঘরের কোন কিছু আগুনের হাত থেকে রক্ষা করতে পারেননি। নগদ টাকা ও শাড়ি কাপড় পেয়ে তাদের খুব উপকার হয়েছে।
জাহির মিয়া বলেন, অগ্নিকা-ের আগের দিন তিনি ছিলেন স্বচ্ছল কৃষক। আগুনে সব কিছু পুড়ে যাওয়ার পর তিনি এখন অসহায়। সেলিম আহমদ তাদের পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতা করেছেন তা খুবই কাজে লাগবে।
মস্কুর মিয়া বলেন, ছেলে মেয়েদের নুতন কাপড় চোপড় কিনে দেয়ার সামর্থ্য নেই। আজ টাকা পেয়েছেন। এখন তাদের জন্য কাপড় চোপড় কিনে দিতে পারবেন।
অগ্নিকা- ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. শামীমা আক্তার খানম, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিনালী আফিন্দী রাজু, ফেনারবাঁক ইউপি সচিব অজিত কুমার রায়, জামালগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ স¤পাদক নুরুল আমিন, তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের সভাপতি হুসাইন শরিফ বিপ্লব, ছাত্রলীগ নেতা এজেড ইমন, সাইদুর রহমান, সুনামগঞ্জ সদর শ্রমিক লীগের সদস্য সচিব তৈয়বুর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত সোমবার দুপুর ১টায় ফেনারবাঁক ইউনিয়নের হটামারা গ্রামে আগুন লেগে অন্তত ৩৮ কৃষকের ঘর ভস্মিভূত হয়। এ দুর্ঘটনায় প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।