স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ হয়েছে। একই সাথে বাল্যবিয়ের আয়োজন করায় জরিমানা ও এর সাথে জড়িতদের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়। বুধবার (১ মার্চ) বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা এই জরিমানা ও মুচলেকা নেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও জানতে পারেন উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর গ্রামে ১৮ বছরের কম এক কিশোরী বিয়ে দেওয়া হচ্ছে। পরে বিকেলে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করেন তিনি। পরে সরকারি নির্দেশনা অমান্য করায় ওই কিশোরীর পরিবারকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে সাথে ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না মর্মে তার পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা জানান, সরকারি নির্দেশনা অমান্য করে কিশোরীকে তার পরিবার বিয়ে দিচ্ছে জানতে পেরে বাড়িতে উপস্থিত হয়ে কিশোরীর বিয়ে বন্ধ করি। তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিশোরীর পরিবারকে দশ হাজার টাকা জরিমানা এবং মেয়েকে বাল্যবিবাহ দেবেন না মর্মে মুচলেকা আদায় করা হয়েছে।