জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে র্যালি শেষে আলোচনা সভায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ সুধীজন বক্তব্য রাখেন। এতে নির্বাচন অফিসের কর্মকর্তাগণ ও অন্যান্য সরকারি কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।