বাংলাদেশ গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক সিলেট বিভাগের প্রথম সুনামগঞ্জ জেলা গীতা পরিষদের সভাপতি সুরঞ্জিত গুপ্ত রনজুকে সেরা ‘গীতা সৈনিক’ হিসাবে সম্মাননা প্রদান করা হয়েছে। তিনি এই সম্মাননা অর্জন করায় সুনামগঞ্জ জেলা গীতা পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সদস্য মোহিনী মোহন ত্রিবেদী, চন্দন কুমার দাস, বাবলু রঞ্জন চৌধুরী, বিপ্লব তালুকদার, শংকর কুমার সরকার, পার্থ রায়, অধীর বণিক, নন্দ দুলাল বণিক, সঞ্জিত ভট্টাচার্য্য, লিটন দেবনাথ, দিপু চক্রবর্তী, রঘুনাথ কর, সম্ভু কর, যাদব আচার্য্যসহ পৌর কমিটি, উপজেলা ও জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। – সংবাদ বিজ্ঞপ্তি