২০২২ সালের ভয়াবহ বন্যায় দোয়ারাবাজারের অধিক ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিয়েছে রেডক্রিসেন্ট সোসাইটি। মঙ্গলবার সকালে দোয়ারাবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে সহায়তা বিতরণ কার্যক্রমে উদ্বোধন করেন ফান্ড রাইজিং পরিচালক ডা. শাহানা জাফর।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের উদ্যোগে সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট কর্র্তৃক এই সহায়তা অধিক ক্ষতিগ্রস্ত পরিবারের বাসস্থান মেরামতের জন্যে বিতরণ করা হয়। উপজেলার ১২০টি পরিবারের মধ্যে পরিবার প্রতি নগদ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কমিউনিকেশন অফিসার ফারজানা শ্রাবন্তী, আইএফআরসি’র সিনিয়র ম্যানেজার হাসিবুল বারি রাজিব, ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, যুবপ্রধান ফারজানা আক্তার ঝর্ণা, এনডিআরটি সদস্য তারেক দেওয়ান, মো. মাহফুজুল হক মিলন, সিনিয়র যুব সদস্য সেরুজ্জামান সেরু, উপযুব প্রধান-২ প্রিয়াস শ্যাম প্রিতম, যুবসদস্য শাহজাহান আলম সিদ্দিকী, নাহিদ, স্বর্ণা, বন্যা, প্রিয়া, সায়েম, সিহাব, তমাল ও সুনামগঞ্জ পোস্ট অফিস প্রতিনিধি।