স্টাফ রিপোর্টার ::
‘শুভ কাজে সবার আগে’ – প্রত্যয় নিয়ে কালের কণ্ঠ শুভসংঘের সুনামগঞ্জ জেলা কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় সুনামকণ্ঠ কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সর্বসম্মতিক্রমে সঞ্জয় কুমার তালুকদারকে সভাপতি ও সাহেরিন চৌধুরী মিশুককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মুশফিকুর রহমান স্বপন, সহ-সাধারণ সম্পাদক ফুলতারা বাহার, কোষাধ্যক্ষ দিলোয়ার হোসেন সুমন, সাহিত্য সম্পাদক ফয়সল আহমদ ও দফতর সম্পাদক মিল্লাত আহমদ।
সদস্যবৃন্দ হলেন- এডভোকেট বুরহান উদ্দিন, প্রভাষক মো. দুলাল মিয়া, মনোহর আলী, আনোয়ারুল হুদা, মো. আমির আলী, সাইফুল ইসলাম, রূপক তালুকদার, বিজয় আদিত্য, টিটো দাস, মানবেন্দ্র কর পাপ্পু, প্রিয়াঙ্কা সরকার, মাহবুব হাসান প্রমুখ।
কমিটির উপদেষ্টা হিসেবে আছেন বিজন সেন রায়, অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, সেলিম আহমেদ ও শামস শামীম।