স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে শহরের মুক্তারপাড়াস্থ জেলা মহিলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক হোসনা হুদার সভাপতিত্বে ও সাংগঠনিক স¤পাদক সৈয়দা ফারহানা ইমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রওশন সিদ্দিকা কেয়া, যুগ্ম স¤পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিনা আবেদীন, সাংগঠনিক স¤পাদক সালমা আক্তার, প্রচার স¤পাদক নাসরীন বেগম, কর্মসংস্থান স¤পাদক রুবী আক্তার, তাজরীন আক্তার, রিনা আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছেন, ঠিক তখনই একাত্তরের পরাজিত শত্রুরা নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের প্রতিহত করতে আমরা রাজপথে সোচ্চার আছি এবং থাকবো। কোনো অবস্থাতেই দেশবিরোধী শক্তিকে আমরা ছাড় দিবো না। তাদের মোকাবেলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে আমরা কাজ করে যাবো।