ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৫) সুনামগঞ্জ জেলা পর্যায়ের খেলোয়াড় বাছাই সম্পন্ন হয়েছে।
রোববার সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে খেলোয়াড় বাছাই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল-আমিন ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জুনেল আহমদ রাজরান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী।
উক্ত বাছাই প্রতিযোগিতায় ১২টি উপজেলা হতে ৮০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। ৮০ জন খেলোয়াড় হতে ৬ জন খেলোয়াড়কে বাছাই করা হয়। যাদের সিলেট বিভাগীয় পর্যায়ে শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৫) অনুশীলন ক্যাম্পে পাঠানো হবে। – সংবাদ বিজ্ঞপ্তি