স্টাফ রিপোর্টার ::
শহরের দক্ষিণ আরপিননগরে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের ভাড়াটে বাসায় দুর্বৃত্তরা হানা দিয়ে আড়াই লক্ষ টাকা লুটে নিয়েছে। শনিবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, শনিবার রাতে ঘটনার সময় ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাসার বাইরে ছিলেন। এ সময় বাসায় তার স্ত্রী ও ছোট ছেলে অবস্থান করছিলেন। হঠাৎ দুই ব্যক্তি বাসায় উপস্থিত হয়ে চেয়ারম্যানের মোবাইল নম্বর চেয়ে দরজা খুলে দেয়ার কথা বলে। তখন চেয়ারম্যানের স্ত্রী দরজা খুলে দেন। সাথে সাথে তারা ঘরে ঢুকে চাপাতি ধরে স্ত্রী ও ছেলেকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার দিতে বলে। এ সময় চেয়ারম্যানের স্ত্রী ড্রয়ার থেকে আড়াই লাখ টাকা এনে দিলে দুর্বৃত্তরা দ্রুত বাসার পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।
পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম জানান, ডাকাত দুই জনের মধ্যে একজনের বয়স ২৫, অপরজনের বয়স ৩০ হবে বলে তাঁর স্ত্রী জানিয়েছেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) ওয়ালী আশরাফ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।