1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০:২২ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

শাল্লায় মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট সময় রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

 

শাল্লা প্রতিনিধি ::
শাল্লায় ‘সংস্কৃতির আলোয় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে হাওর সংস্কৃতি পরিষদের আয়োজনে সাংস্কৃতিক সংগঠন ‘নাও’-এর পরিবেশনায় মুক্তিযুদ্ধ ভিত্তিক পথ নাটক ‘তেলাপোকা’ মঞ্চস্থ করা হয়। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকার রুবেল শঙ্কর বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন ও শিক্ষার্থীদের উপহার স্বরূপ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ বিতরণ করে সংগঠনটি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য অনুকূল তালুকদার ডাল্টন, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী মোহন, শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ, অধ্যাপক তরুণ কান্তি দাশ, শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাশ মিল্টন, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, সাবেক ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী, আবুল লেইছ চৌধুরী, সাবেক প্রধান শিক্ষক রবীন্দ্র কুমার দাশ।
এ ব্যাপারে হাওর সংস্কৃতি পরিষদের সদস্য সচিব রুবেল শঙ্কর বিশ্বাস বলেন, হাওর অঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের লক্ষ্যে হাওর সংস্কৃতি পরিষদ ‘সংস্কৃতির আলোয় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক বিশেষ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অসা¤প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা সম্বলিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা পালনের লক্ষ্যেই মূলত এ উদ্যোগ। শাল্লা থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। ক্রমান্বয়ে হাওর অঞ্চলের প্রতিটি উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাউলশিল্পী রণেশ চক্রবর্তী, ফয়সল ও অনন্যা রুমা। শিল্পীরা বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মনোমুগ্ধকর গান পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল শাল্লা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com