জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌর শহরের স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ এবং অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত প্রদর্শনী মেলায় ৩২টি স্টল বসে। মেলায় ঘোড়া, গরু, ভেড়া, ছাগল, রাম ছাগল, হাঁস-মোরগ, টিয়া, ময়নাসহ বিভিন্ন জাতের পাখি, খাঁটি দুধ ও সবজিসহ বিভিন্ন প্রাণী নিয়ে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে কৃষক ও খামারিগণ অংশগ্রহণ করেন। এসব প্রাণী দেখতে মেলায় দর্শনার্থীদের ভিড় জমে উঠে।
এদিকে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, সফল খামারি ছমির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত প্রমুখ।