স্টাফ রিপোর্টার ::
বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের অঙ্গীকারে সুনামগঞ্জ শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরের আলফাত স্কয়ারে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট। সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক নোমান বখত পলিন। সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক নোমান বখত পলিন বলেন, বিএনপি-জামায়াত জাতীয় নির্বাচনকে সামনে রেখে জ্বালাও-পোড়াও করে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র বানাতে চায়। তারা বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান বানাতে চেষ্টা করেছে। কিন্তু সেটা সম্ভব হয়নি। মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশে পদ্মাসেতু, মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। সুনামগঞ্জেও বৃহৎ রাণীগঞ্জ সেতু নির্মাণসহ হাওরাঞ্চলে রাস্তা-ঘাট, স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ হাওরাঞ্চলে উড়াল সড়ক নির্মাণ হচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎসহ শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে দেশ।
নোমান বখত পলিন বলেন, আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। সুনামগঞ্জে এখন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা একত্রিত হয়ে দলকে তৃণমূলে শক্তিশালী করবো। কেউ যদি আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, আগুন সন্ত্রাসের চেষ্টা চালায় আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবো, তাদের প্রতিহত করবো।
সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট বলেন, আমরা শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে। যারা অশান্তি সৃষ্টি করবে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এখন অত্যন্ত শক্তিশালী ও ঐক্যবদ্ধ। আমরা অশান্তি সৃষ্টিকারীদের হাত ভেঙে দিতে পারি। জননেত্রী শেখ হাসিনা যতদিন আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকবেন ঐক্যবদ্ধভাবে তাঁর আদেশ ও নির্দেশে আওয়ামী লীগ পরিচালিত হবে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। দেশকে আরও এগিয়ে নিতে জননেত্রীর ভ্যানগার্ড হয়ে আজীবন পাশে থাকবো।
জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট আরও বলেন, আমরা পাকিস্তানিদের পরাজিত করে স্বাধীনতা লাভ করেছি। আজ তাদের অর্থনৈতিক অবস্থার ভগ্ন দশা। তাদের চেয়ে আমাদের দেশকে বহুগুণে এগিয়ে নিয়ে গেছেন আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
নূরুল হুদা মুকুট বলেন, বিএনপি-জামায়াতের কোমর ভেঙে গেছে। তাদের দাঁড়ানোর ক্ষমতা নেই। আমরা তাদের সাথে দ্বন্দ্বে যাবো না। তারপরও যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বাংলাদেশে রাখবো না, পাকিস্তান পাঠিয়ে দেবো। তিনি বলেন, দেশের উন্নয়ন, সমৃদ্ধির স্বার্থে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। এ জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজদ, অ্যাড. রইছ উদ্দিন আহমেদ, রেজাউল করিম শামীম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম, অ্যাড. পীর মতিউর রহমান, অ্যাড. অবনী মোহন দাস, সৈয়দ আবুল কাশেম, হাজী আবুল কালাম, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, শংকর চন্দ্র দাস, অ্যাড. চাঁন মিয়া, অ্যাড. নজরুল ইসলাম, অ্যাড. শুকুর আলী, জিতেন্দ্র তালুকদার পিন্টু, অ্যাড. আব্দুল করিম, আসাদুজ্জামান সেন্টু, সবুজ কান্তি দাস, সীতেশ তালুকদার মঞ্জু, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. কল্লোল তালুকদার চপল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, সহ-সভাপতি ঝন্টু তালুকদার, সাধারণ স¤পাদক জুবের আহমদ অপু প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ বিলকিস, অমল কর, হাজী মোহাম্মাদ আলী, এম নবী হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক হুসনা হুদা, সাংগঠনিক স¤পাদক ফারহানা ইমা, যুগ্ম সাধারণ স¤পাদক সেলিনা আবেদিন, অ্যাড. মণীষ কান্তি দে মিন্টু, অ্যাড. বুরহান উদ্দিন, পৌর আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম, সাজিদুর রহমান, লিটন সরকার, শ্রমিকলীগ নেতা রাসেল চৌধুরী, যুবলীগ নেতা এহসান আহমদ উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সহ-সভাপতি ইফতি বখত, লিখন আহমেদ, শামসুল আবেদিন রাজন, ফাহিম আহমদ, সাংগঠনিক স¤পাদক আসিফ বখত রাদ, শুভ বণিক, দিপ্ত দাসসহ জেলার বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।