স্টাফ রিপোর্টার ::
মধ্যনগরে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহ¯পতিবার সকালে উপজেলার বংশীকু-া উত্তর ইউনিয়নের শ্রীপুর গ্রামের খালের পাড় থেকে এই লাশ উদ্ধার করা হয়।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, সকালে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে ওই এলাকায় ঘোরাঘুরি করতেন। স্থানীয় লোকজন যে খাবার দিতেন, তা-ই তিনি খেতেন। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তাঁর লাশ শ্রীপুর গ্রামের খালের পাড়ে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।